যশোরের মনিরামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাইনিজ কুড়াল ও দা দিয়ে কুপিয়ে এক দম্পতিকে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামে নিজ বাড়িতে এ হামলার শিকার হন আব্দুল মান্নান (৫৭) ও তার স্ত্রী ফুলি বেগম (৪৫)। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের পরিবারের অভিযোগ, আব্দুল মান্নানের ছোট ভাই আব্দুল হান্নান (৪৫) এবং তার ছেলে রহমতুল্লাহ (১৮) পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালায়।
স্থানীয়রা জানান, ঘটনার সময় আব্দুল মান্নান ও তার স্ত্রী নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ করেই আব্দুল হান্নান ও রহমতুল্লাহ ঘরে ঢুকে চাইনিজ কুড়াল ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের রক্তাক্ত করে।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আব্দুল মান্নান পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং তার স্ত্রী ফুলি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।